ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাথর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১৮
পাথর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে যেখানে প্রতিদিন গলদর্ঘম অবস্থা, সেদিকে নজর না দিয়ে ব্যবসায়ীদের সুবিধা দিতে পাথর আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। এজন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সোমবার (২৮ মে) বিকেলে সংসদ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু এবং মোহাম্মদ হাছান ইমাম খাঁন উপস্থিত ছিলেন।


 
বৈঠকে জানানো হয়, টিসিবি’র মাধ্যমে বাজারে স্বল্পদামে কয়েকটি পণ্য খোলা বাজারে বিক্রির কারণে ছোলা, ডাল, তেল চিনিসহ অন্যান্য দ্রব্যমূল্য রমজান মাসে সহনীয় পর্যায়ে রয়েছে। রমজানের শুরুতে প্রতি কেজি ছোলা ৮৫ টাকার স্থলে বর্তমানে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
অন্যদিকে বাণিজ্যমন্ত্রীর দাবি, রোজার শুরুর দিকে কিছু পণ্যের দাম বাড়লেও এখন সহনীয় পর্যায়ে রয়েছে। বাজারে এখন ১৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। যদিও বাস্তবে কোথাও এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে না। এছাড়া মিডিয়ার কারণেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে বলেও দাবি করেন মন্ত্রী।
 
বৈঠকে বিদেশ থেকে আমদানিকৃত পাথরের শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে আনার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
উত্তরাঞ্চলে যেসব ছোট ছোট চা বাগান রয়েছে সেসব এলাকার ভোক্তাদের স্বার্থে চায়ের টেস্টিং ল্যাবসহ ৩য় পর্যায়ে অকশন কেন্দ্র স্থাপনের বিষয়ে চা বোর্ডকে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে কমিটি।
 
রমজান মাসে তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়।
 
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক যেন কোনরকম প্রতিবন্ধকতা ছাড়াই পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার সুপারিশ করে কমিটি।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।