ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামপুরের কেনাকাটায় ‘জুন ক্লোজিংয়ের’ ধাক্কা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ইসলামপুরের কেনাকাটায় ‘জুন ক্লোজিংয়ের’ ধাক্কা ভিড় নেই ইসলামপুরের মার্কেটে

ঢাকা: ‘বরাতের রাত থেকে বেচাকেনা ভালোই চলছিল, রোজা শুরুর পরও বাজার ছিল চাঙ্গা, এখন পড়ে গেছে। জুন ক্লোজিংয়ের পর আবার হয়তো জমে উঠবে।’ থান কাপড় ও গার্মেন্টস কাপড়ের জন্য বিখ্যাত রাজধানীর ইসলামপুরের আহসান মঞ্জিল সুপার মার্কেটের এক দোকানের কর্মচারী সৈকত এভাবেই আশার কথা জানালেন। 

মধ্য রমজানে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার (৩১ মে) পুরান ঢাকার ইসলামপুরে বেচাকেনা একেবারে বন্ধও নেই। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতার পাশাপাশি খুচরা ক্রেতারাও কাপড় কিনতে আসছেন।

বিভিন্ন বিপণি বিতানে কাপড় গোছানো, প্যাকেট করা, গোডাউন থেকে অন্যত্র নেওয়ার মতো কাজে ব্যস্ততাও চোখে পড়েছে।
     
আহসান মঞ্জিল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় হাই-প্লাস বিতানের কর্মচারী সৈকত জানান, শবে বরাতের পর তিনবার গোডাউন খালি হয়েছে। রোজার শুরু পর্যন্ত বেচাকেনা বেশ জমে উঠে। এখন কিছুটা মন্দা, জুন ক্লোজিংয়ের সঙ্গে পাইকারি বাজারের অনেক মিল। ক্লোজিং শেষে আবারও জমে উঠবে।
 
হাই-প্লাস এ মেয়েদের জন্য পাকিস্তানি থ্রি পিস ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন ধরনের থ্রি-পিস বিক্রি হয়। সকালে বৃষ্টির পরপরই বেচাকেনা বেশ ভালো ছিল জানিয়ে কর্মচারী সৈকত বলেন, যারা দূর থেকে এসেছেন তারা সকালেই কেনাকাটা সেরেছেন।  

বৃষ্টির পর যানজট
এই বিপণি বিতানের একেবারে দক্ষিণ-পশ্চিম কোণায় পাঞ্জাবির কাপড় বিক্রি হয় বেশ কয়েকটি দোকানে। দোকানগুলোতে ক্রেতার বেশ উপস্থিতি চোখে পড়ে।
 
থান কাপড়ের পাশাপাশি শাড়ি-লুঙ্গিও টুকটাক বিক্রি হচ্ছে ইসলামপুরের বাজারে। সোনার বাংলা মার্কেটের ১৮ নম্বর দোকানটি অনুসন্ধানী শাড়ির। বিক্রেতা তৈয়বুর রহমান জানালেন, কয়েকদিন ধরে বেচাকেনা একটু কমেছে। জুনের ব্যাংক ক্লোজিং শেষ হলে আবার জমে উঠবে।
   
এই দোকানে টাঙ্গাইল শাড়ি ও বিভিন্ন ধরনের প্রিন্ট শাড়ি এবং বাটিক ও প্রিন্টের থ্রি-পিস পাইকারি ও খুচরা বিক্রি হয়। সেখানে শাড়ি কিনতে আসা রায়সাহেব বাজার এলাকার এক নারী বলেন, কয়েকদিন পর ভিড় লেগে যাবে। তাই এখন থেকেই টুকটাক কেনাকাটা শুরু করেছি।
 
টাঙ্গাইল ও জামদানি শাড়ির চাহিদা বেশি জানিয়ে দোকানদার তৈয়বুর বলেন, ঈদের আগে আরেকবার বেচাকেনা জমে উঠবে।  

কয়েকদিনের বেচাকেনায় সন্তোষ প্রকাশ করেন তৈয়বুর।
 
এদিকে, হঠাৎ বৃষ্টি ও যানজটের কারণে দিনের শুরুতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। শাঁখারি বাজার, পাটুয়াটুলি এবং ইসলামপুর রোডে প্রচুর রিকশা-ভ্যানের কারণে যানজট দেখা দিয়েছে।  

রিকশাচালক সোহেল বলেন, সকালের বৃষ্টির পর যানজট বেড়ে গেছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও নিরাপত্তাকর্মী দিয়ে যানজট নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।