ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোপালগঞ্জ পৌরসভার ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
গোপালগঞ্জ পৌরসভার ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা বাজেট শুনানি হচ্ছে। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১৫০ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ১১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে পৌরসভার হলকক্ষে আয়োজিত বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র কাজী লিয়াকত আলী এ বাজেট ঘোষণা করেন।  

বাজেটে আয় দেখানো হয়েছে ১৫১ কোটি ২৭ লাখ ৩১ হাজার ১৩৮ টাকা ও ব্যয় ১৫০ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ১১৪ টাকা।

উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৯ লাখ ৮০ হাজার ২৪ টাকা।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২১ জুন ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।