ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লেনদেনে নতুন রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লেনদেনে নতুন রেকর্ড

ঢাকা: বিদায়ী অর্থ বছরে (২০১৭-১৮) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ১ হাজার ৭১৯ কোটি টাকা। 

শতাংশের হিসেবে যা ১৭ দশমিক ১৮ শতাংশ বেশি। এতে পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের লেনদেনে মাইলফলকের সৃষ্টি হয়েছে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা ১১ হাজার ৭২৯ কোটি ২ লাখ টাকার লেনদেন করেছে৷ এর আগের বছর অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের লেনদেন হয়েছিলো ১০ হাজার ৯ কোটি ৪ লাখ টাকা৷

যা আগের বছরের চেয়ে ১ হাজার ৭১৯ কোটি ৮ লাখ টাকা বা ১৭ দশমিক ১৮ শতাংশ বেশি। ডিএসইর ইতিহাসে অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে নতুন মাইলফলক সৃষ্টি করেছে৷ বিদেশিদের লেনদেনের এই পরিমাণ ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৩৭ শতাংশ।

বিদায়ী বছরে বিদেশিরা ৫ হাজার ৯০০ কোটি ৫ লাখ টাকার শেয়ার কিনেছে। এই সময়ে বিক্রি করেছে ৫ হাজার ৮২৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার৷ এর আগের বছর বিদেশির‍া ৬ হাজার ১৩৮ কোটি ৯ লাখ টাকা শেয়ার কিনেছেন। এর বিপরীতে ৩৮, ৭০ কোটি ৫ লাখ টাকা বিক্রি করেছেন৷
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।