ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে রুপালি ইলিশের সোনার দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
বাজারে রুপালি ইলিশের সোনার দাম ইলিশের ঢালা নিয়ে বসেছেন মাছ বিক্রেতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বছর ঘুরে আবার এসেছে বর্ষাকাল। সেসঙ্গে ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ। ছোট- মাঝারি সব আকারের মাছ পাওয়া গেলেও দাম একটু চড়া।

শুক্রবার (৬ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ইলিশের আড়ত ঘুরে দেখা গেছে, ইলিশ আসছে। তবে 'আমদানি' কম।

যে কারণে চাহিদার বিপরীতে দাম কিছুটা বেশি।

আড়তদাররা বলছেন, বর্তমানে বাজারে কেবল চাঁদপুরের হাইমচরের ইলিশ ধরা পড়ছে। বরিশালের ইলিশ আসবে আরও ৮-১০ দিন পর।

কারওয়ান বাজারে হাতে গোনা কয়েকজন মাছ বিক্রেতাকেই দেখা গেলো ইলিশের পসরা সাজিয়ে বসেছেন। ইলিশের চাহিদা বেশি থাকায় বিক্রেতাদের মুখে হাসি। ক্রেতার কাছ থেকে টাকা নিচ্ছেন ইলিশ বিক্রেতা।  ছবি: বাংলানিউজ৪শ গ্রাম ওজনের এক হালি ইলিশের দাম পড়ছে ১৬শ থেকে ১৮শ টাকা। সাড়ে ৫শ থেকে সাড়ে ৬শ গ্রাম ওজনের এক হালি মাছের দাম পড়ছে দুই হাজার থেকে ২২শ টাকা। ৭শ থেকে ৮শ গ্রাম ওজনের এক হালি মাছের দাম দিতে হচ্ছে তিন হাজার টাকা। ৯শ গ্রাম ওজনের এক হালির দাম পড়ছে সাড়ে তিন হাজার টাকা। আর এক কেজি বা তারচেয়ে একটু বেশি ওজনের এক হালির দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা আট হাজার টাকা। এরচেয়ে বড় তেমন একটা নজরে আসেনি।

শুক্কুর আলী নামে এক মাছ বিক্রেতা বাংলানিউজকে জানান, মাছের আমদানি কম। কেবল চাঁদপুরের মাছ আসছে। চাহিদা বেশি তাই দাম বেশি। এক সপ্তাহ পর ইলিশের দাম কিছুটা কমবে।

হাসান আলী নামে মাছ বিক্রেতা জানান, এখনও ইলিশের পুরো মৌসুম শুরু হয়নি। ১৫ দিনের মধ্যে ইলিশের বাজার রমরমা হয়ে যাবে।

ক্রেতা রোজিনা বেগম বাংলানিউজকে জানান, বাজারের ইলিশের দাম কিছুটা বেশি। তাই তিনি ৬শ গ্রাম ওজনের দুটো নিয়েছেন ১১শ টাকায়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।