ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রপ্তানি ট্রফি পেল ৬৩ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
রপ্তানি ট্রফি পেল ৬৩ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: শাকিল

ঢাকা: পণ্য ও সেবা রপ্তানি করে সর্বোচ্চ আয় করায় ৬৩ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। ২০১৪-১৫ অর্থবছরের জন্য এসব প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে।

রোববার (১৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ বছর ২৯টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, ২০টি প্রতিষ্ঠানকে রৌপ্য ও ১৪টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।

সব খাতের মধ্যে সেরা রপ্তানিকারক হিসেবে স্বর্ণ পদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফ্রেবিক্স লিমিটেড।

এছাড়া স্বর্ণ পদক পেয়েছে- একেএম নিটওয়্যার লিমিটেড, ফকির নিটওয়্যারস লিমিটেড, কামাল ইয়ার্ন লিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড, নোমান টেরিটাওয়েল লিমিটেড, জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড, পপুলার জুট একচেঞ্জ লিমিটেড, আকিজ জুট মিলস লিমিটেড, এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, বে ফুটওয়্যার লিমিটেড, মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, মেসার্স রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর লিমিটেড, বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, মেসার্স ইউনিগ্লোরী সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসআরএম স্টিলস লিমিটেড, স্কয়ার ফার্মা লিমিটেড, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, আর এম ইন্টারলাইনিংস লিমিটেড, মন ট্রিমস লিমিটেড, গাজী এন্টারপ্রাইজ ও ফেক্সিনকো।

রৌপ্য পদক পেয়েছে যেসব প্রতিষ্ঠান- রিফাত গার্মেন্টস লিমিটেড, জি এস এম কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাদশা ট্রেক্সটাইল লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এসি এস টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড, মীনহার সি ফুডস লিমিটেড, মেসার্স বাবুল জুট ট্রেডিং, জনতা জুট মিলস লিমিটেড, মেসার্স ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেড, আর এম এম এম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স ফুটবেড ফুটওয়্যার লিমিটেড, হেরিটেজ এন্টারপ্রাইজ, প্রাণ এগ্রো লিমিটেড, মেসার্স ক্যাপিটাল এন্টারপ্রাইজ, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড, মেসার্স ইউনিগ্লোরী পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ব্রোঞ্জ পেয়েছে যেসব প্রতিষ্ঠান- অনন্ত অ্যাপারেলস লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, সুফিয়া কটন মিলস লিমিটেড, হামজা টেক্সটাইলস লিমিটেড, কুলিয়ারচর সি ফুড (কক্সবাজার) লিমিটেড, দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেড, এ বি সি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আকিজ ফুটওয়্যার লিমিটেড, মনসুর জেনারেল ট্রেডিং, ময়মনসিংহ এগ্রো লিমিটেড, বিডি ক্রিয়েশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ভিনেটড ডেনিম স্টুডিও, জাবের অ্যান্ড জোবায়ের এক্সেসরিজ লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী এমপি, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বুস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।