ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রথমবার বিকাশ-সিটি ব্যাংক যৌথ ব্যাংকিং সেবা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
প্রথমবার বিকাশ-সিটি ব্যাংক যৌথ ব্যাংকিং সেবা  বিকাশ-সিটি ব্যাংক চুক্তি সই অনুষ্ঠান/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংক হিসাবে আন্তঃলেনদেনের সুবিধা চালু হয়েছে। এতে মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংক হিসাবে এবং ব্যাংক হিসাব থেকে মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা লেনদেন করা যাবে।

যৌথভাবে নতুন এ সেবা চালু করেছে মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশ ও দি সিটি ব্যাংক লিমিটেড। এ সেবা চালুর ফলে বিকাশ অ্যাকাউন্ট থেকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো, এটিএম বুথ থেকে টাকা তোলা ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে।

আবার সিটি ব্যাংকের সিটিটাচ অ্যাপ ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে পাঠানো যাবে টাকা।

রোববার (২৯ জুলাই) রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বিকাশ ও দি সিটি ব্যাংক। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল হুসেইন।

বিকাশ অ্যাকাউন্ট থেকে অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য বিকাশ গ্রাহকের চার্জ দিতে হবে ১ শতাংশ। বিকাশ অ্যাকাউন্ট থেকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিলেও চার্জ লাগবে ১ শতাংশ। আর বিকাশ অ্যাকাউন্ট থেকে সিটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার চার্জ আদায় করা হবে ১ দশমিক ৫ শতাংশ। তবে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে কোনো চার্জ দিতে হবে না।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, এ ধরনের সেবা ব্যাংকগুলো সঙ্গে প্রথম। এর আগে আমরা একটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি। সেখানে শুধু ব্যাংক হিসাব থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে।
তিনি আরও বলেন, একজন গ্রাহককে সেবা দিতে একটি ব্যাংককে কম করে হলেও একশ টাকা খরচ হয়। বড় ধরনের লেনদেনগুলো ব্যাংকে হলে ছোট ছোট লেনদেনগুলো মোবাইল ব্যাংক হিসাব থেকে করা গেলে খরচ অনেক কমে যাবে। বিকাশের প্রযুক্তি ও নেটওয়ার্ক ব্যবহার করে সেটা করা সম্ভব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল কাদির বলেন, আন্তঃমোবাইল ব্যাংকিং সেবা চালু করতে আমরা কাজ করছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আমাদের উৎসাহ দিয়েছে। আমরা কাজ করছি দ্রুত এই সেবা চালু করতে।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ ও লেনদেন সুবিধা চালু হয়েছে। আমরা বিকাশের মাধ্যমে ঋণের কিস্তির টাকা আদায় করার উদ্যোগ নিচ্ছি। সিটি ব্যাংকের ঋণে মোবাইল সাইকেলও কেনার ব্যবস্থা করা হবে শিগগিরই।

আরও বক্তব্য দেন সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হুসেইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আরিফ, কাজী আজিজুর রহমান, হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল প্রধান মোস্তাফিজুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রহমান।

অনুষ্ঠানে চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ মার্কেটিং অফিসার মীর নাওবুদ আলী, চিফ এক্সটার্নাল অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।