ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের জিএম ননী গোপালের ৩ বছরের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সোনালী ব্যাংকের জিএম ননী গোপালের ৩ বছরের কারাদণ্ড

ঢাকা: সম্পদ হিসাব দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (সাময়িক বরখাস্ত) ননী গোপাল নাথকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (২৯  জুলাই) বিকেলে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে তাকে অতিরিক্ত ১০ লাখ টাকা অর্থদণ্ডও দেন বিচারক।



অর্থদণ্ডের ১০ লাখ ঢাকা ৬০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১ এপ্রিল ননী গোপালকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেন দুদক। নোটিশ পেয়েও ননী হিসাব  দাখিল না করায় ২০১৬ সালের ৩১ জানুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।

হলমার্কের ঋণ কেলেঙ্কারির ১১ মামলারও আসামি তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।