ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেড়লাখ টন সার আমদানির প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
দেড়লাখ টন সার আমদানির প্রস্তাব অনুমোদন

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রায় দেড়লাখ টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সার আমদানি করবে শিল্প ও কৃষি মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ৩৬৪ কোটি ৭ লাখ ৩৪ হাজার টাকা।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) চুক্তি মোতাবেক শিল্প মন্ত্রণালয়কে ৫ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সার সরবরাহের মধ্যে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৬৮ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার টাকা।

 

রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরবের মা আদিন থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিএপি সার, বেলারুশ পটাশ কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক এমওপি সার, কানাডিয়ান ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি, রাশিয়ার জেএসসি ফরেন ইকোনোমিক অ্যাসোসিয়েশন প্রডিনটর্গ থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এতে মোট ব্যয় হবে ২৯৬ কোটি ২৪ লাখ ৭৯ হাজার টাকা।  

বুধবার (৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।  

অতিরিক্ত সচিব বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে মোট ব্যয় হবে ২৯৮ কেটি ৫৬ লাখ টাকা। আর্ন্তজাতিক দরপত্রের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। সিঙ্গাপুরের অ্যাগ্রোকোর্ট থেকে এসব গম আমদানিতে ব্যয় হবে ১১৩ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ২৭০ দশমিক ৮৯ মার্কিন ডলার।  

মোস্তাফিজুর রহমান বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ৪৬৩ কোটি ২৪ লাখ ৮৬ হাজার টাকায় ২ লাখ ১৭ হাজার ৫৬৩টি স্পান প্রিস্ট্রিসড কনক্রিট পোল কেনান প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ঢাকার টিকাটুলিতে ব্যক্তি মালিকানাধীন পুরাকীর্তি রোজ গার্ডেন বাড়িটি মালিকের কাছ থেকে সরাসারি ক্রয় পদ্ধতিতে কেনা হবে ৩৩১ কোটি ৭০ লাখ ২ হাজার ৯শ টাকায়।  

ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (ইউএফএফএল) ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের (পিইউএফএফএল) ব্যবহৃত গ্যাস দিয়ে পিইউএফএফএল এর খালি জায়গায় নতুন, আধুনিক, শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট বাস্তবায়ন করতে অর্থায়নকারীর সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ২৫ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার।  

অতীতে কৃষি মন্ত্রণালয় আমদানি করা ডিএপি ও এমওপি সারের বিষয়ে ক্রয় কমিটিকে অবহিত করা হয়।  

এছাড়াও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর বাস্তবায়নাধীন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিরোনামে আউটরিচ প্রোগ্রাম সম্পাদনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।