ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমেছে কাঁচা মরিচের দাম, স্থিতিশীল পেঁয়াজের ঝাঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
কমেছে কাঁচা মরিচের দাম, স্থিতিশীল পেঁয়াজের ঝাঁজ কমেছে কাঁচা মরিচের দাম, স্থিতিশীল পেঁয়াজের ঝাঁজ (ফাইল ছবি)

ঢাকা: মাত্র একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। তবে কোরবানির ঈদের পরও কমেনি দেশি পেঁয়াজের ঝাঁজ। বাজারগুলোতে মাছের সরবরাহ কম। ফলে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ।

শুক্রবার (২৪ আগস্ট) নগরীর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

কারওয়ানবাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

অথচ বৃহস্পতিবার (২৩ আগস্ট) ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদের পরের দিন কাঁচা মরিচসহ সবজির দাম চড়া ছিলো। এখন সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কম।

পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরায়। খুচরা বাজারে ১২০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, যা বৃহস্পতিবার ২শ’ টাকা দরে বিক্রি হয়েছে।

বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ-ছবি-শাকিল আহমেদনগরীর আগারগাঁওয়ের বিএনপি কাঁচাবাজারে কমেছে সবজির দাম। কিছু সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি শসা ৪০, ঢেঁড়স ৩০, পটল ৪০, বেগুন ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, করলা ৪০ ও বরবটি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মিনজাল শিকদার বলেন, ঈদের আগে গাড়ি বন্ধ ছিলো। এখন চলাচল শুরু করছে বলে সবজি আসছে। ফলে দামও কমছে। খাওয়ার লোক নেই। সামনে দাম আরও কমবে।

তবে ইলিশের দাম বাড়তি। প্রতিটি ৮শ’ গ্রাম ওজনের ইলিশ ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে।  

কমেনি পেঁয়াজের ঝাঁজও। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় মোটা নাসিক পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ঈদের ছুটিতে দোকানগুলোতে নতুন করে মুদি মালামাল সরবরাহ না হওয়ায় আগের দামে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এমআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।