বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) পিকমির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জনস্বার্থে সচেতনতামূলক এ ক্যাম্পেইন গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু করে পিকমি।
গত কয়েকদিনে ঢাকা শহরের শ্যামলী, মোহাম্মদপুর, কল্যাণপুর, গাবতলী, মিরপুর (টেকনিক্যাল, বাঙলা কলেজ, মিরপুর-১, কমার্স কলেজ, মিরপুর-৬, স্টেডিয়াম, মিরপুর-১০), উত্তরা (জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, আজমপুর, হাউজবিল্ডিং, সেক্টর-৭), খিলক্ষেত (নিকুঞ্জ আবাসিক), কাকলী, মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার, নীলক্ষেতে এই প্রচারণা চালানো হয়।
আগামীতে রাজধানীর অন্যান্য এলাকায় সচেতনতামূলক এই প্রচারণা অব্যাহত থাকবে বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে পিকমি।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএ/