ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংক ও দাদা লিমিটেডের চুক্তি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
প্রিমিয়ার ব্যাংক ও দাদা লিমিটেডের চুক্তি  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং দাদা (ঢাকা) লিমিটেডের মধ্যে ক্রেডিট কার্ড অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়েছে।

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী এবং দাদা (ঢাকা) লিমিটেডের পরিচালক মুসাই লী। তারা তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও প্রতীকী কার্ড হস্তান্তর করেন।

  

চুক্তি অনুযায়ী, দাদা (ঢাকা) লিমিটেডের সকল কর্মকর্তাদের জন্য প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ডের বার্ষিক ফি প্রথম দুই বছরের জন্য পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। বছরে ১৫টি লেনদেন করলে ৩ বছর পর ক্রেডিট কার্ড আজীবন বিনা খরচে পাবেন তারা। এছাড়া পিওএস মেশিনের (৯০% ক্রেডিট লিমিট) মাধ্যমে নগদ অর্থ উত্তোলনের সুবিধা পাবেন এবং সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে কোন সুদ ছাড়াই এ সুবিধা ভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামী করিম, উত্তরা শাখার ম্যানেজার মো. ফাইজুর রহমান তালুকদার, সিআরএম বিভাগের প্রধান ওমর ফারুক ভুঁইয়া, কার্ড বিভাগের প্রধান মামুন রশিদ, হেড অব ব্র্যান্ড মার্কেটিং তারেক উদ্দিন এবং দাদা (ঢাকা) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হিসাব ও অর্থ বিভাগের সিনিয়র ম্যানেজার মোস্তফা জাকির কবির।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।