মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এসব তথ্য জানান রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহাবুবুজ্জামান। কেবল তাই নয় মঙ্গলবার আড়াই হাজারেরও বেশি করদাতা সেবা নিয়েছেন বলেও জানান তিনি।
উপ-কর কমিশনার বলেন, কর দিতে উদ্বুব্ধ করতে মেলায় আয়কর ই-টিআইএন (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের ইটিআইএন সনদ দেওয়াসহ নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
এর আগে মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর হেলেনাবাদ এলাকায় কর ভবন প্রাঙ্গণে এ মেলা শুরু হয়েছে। সকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মেলার উদ্বোধন করে নিজের আয়কর দেন। এরপর রাজশাহী কর অঞ্চলের ২ হাজার ৫৫৬ জন করদাতা মেলা থেকে সেবা নেন।
সপ্তাহব্যাপী আয়কর মেলা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় সেবা নেওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এসএস/ওএইচ/