বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাসিকের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করপোরেশনের অধিক্ষেত্রে যেসব হোল্ডিং মালিকরা এখনও পৌরকর পরিশোধ করেননি তাদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সব নাগরিকদের পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর ২০১৮ (রোববার, সোমবার, মঙ্গলবার) ওয়ার্ড নম্বর-৪, ৭, ১৪, ১৫, ২৪ ও ২৭ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে।
নাগরিকরা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের হোল্ডিং মালিকদের ওয়ার্ড কার্যালয়ে বকেয়া পৌরকর পরিশোধ করতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসএস/আরবি/