ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
২ দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর মেলা

ঢাকা: কর রাজস্ব আদায়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা’ বুধবার (২৮ নভেম্বর) শুরু হবে। চলবে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) পর্যন্ত।

রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে এ মেলার আয়োজন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-৯।

মঙ্গলবার (২৭ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু'মেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত থাকবেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কর অঞ্চল-৯ এর ঢাকার কর কমিশনার মো. মাহমুদুর রহমান।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলতি ম‍াসের ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬৬টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।