রোববার (০২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেদারল্যান্ডসের ‘সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফোরাম ডেভেলপিং কান্ট্রিস-সিবিআই’ ১০টি পোশাক শিল্প কারখানাকে তাদের তৈরি পোশাকের গুণগতমান বৃদ্ধি থেকে শুরু করে পরিবেশবান্ধব উপায়ে শিল্পকে কিভাবে বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরা যায় সেজন্য সব ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে।
এ বিষয়ে গত ২৬ নভেম্বর নেদারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। সেখানে সিবিআই-এর প্রতিনিধি বাংলাদেশে তাদের এই প্রকল্পকে সফলতার এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
টিআর/জেডএস