মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন অ্যাসোসিয়েশনের খুকাএভ শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
তিনি বাংলানিউজকে বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে তামাবিল চেকপোস্ট হয়ে ভারত থেকে কয়েকজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসছিলেন।
মামুন বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্ত বিজিবি সদস্যদের সুষ্ঠু বিচারের দাবি করা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। এর প্রতিবাদে দেশজুড়ে একযোগে কাস্টমসের প্রতিটি দপ্তরে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছে।
এসময় সংশ্লিষ্ট এলাকায় কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী কর্মসূচি বিরতির দিন ঘোষণা করা হবে বলেও জানান খুকাএভ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এজেডএইচ/এইচএ/