বুধবার (১২ ডিসেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অর্থনীতি বিভাগের দশকপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উৎসব বক্তার বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ দেশের প্রতি আস্থা রাখতে হবে এবং স্বদেশকে মাতৃতুল্য হিসেবে ধারণ করতে হবে।
বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব বিভাগটির সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান। আলোচনার পর বিভাগের বিভিন্ন ব্যাচের ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্মারক কেককেটে বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জেডএস