শুক্রবার (২৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনকালীন ছুটি ও ব্যাংক ক্লোজিং ছুটি।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমিন বাবুল বাংলানিউজকে জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে শুক্রবার থেকে সোমবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত সাপ্তাহিক ছুটি।
মঙ্গলবার (১ জানুয়ারি) থেকে চালু থাকবে বন্দরের সব ধরনের কার্যক্রম। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসআরএস