ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে

গোপালগঞ্জ: ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগের চেয়ে অনেক উন্নতি করছি আমরা।

ভারত ও চীনে প্রায় আড়াইশো কোটি মানুষের বাস। আমাদের সর্ব্বাত্মক চেষ্টা চলছে এই দু’টি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। ইতোমধ্যে ভারতের বাজারে প্লাস্টিক, গার্মেন্টসসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। চীন ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশকে টার্গেট করে আমরা পরিকল্পনা করছি।

বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমি ও খাদ্যমন্ত্রী মিল মালিকসহ এই ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কথা দিয়েছেন সপ্তাহ খানেকের মধ্যে দাম কমে আসবে। আশা করছি, খুব তাড়াতাড়ি বিষয়টির সমাধান হবে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।  

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গীপাড়ার পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।