রোববার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও মেলা প্রাঙ্গণের ৫১ নম্বর স্টল রংবেরংয়ের টেক্সটাইল প্যাভিলিয়ন ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিন স্টল ঘুরে দেখা যায়, এতে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের থ্রি পিস।
এছাড়া স্টলটিতে বিদেশি নির্দিষ্ট কিছু পণ্য পাওয়া যাচ্ছে এক থেকে দুই হাজার টাকার মধ্যে।
আমেনা খাতুন নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, মেলায় এসেছি ঘুরতে, তবে কোনো জিনিস পছন্দ হলে কেনার ইচ্ছা আছে। তিনি বলেন, রংবেরংয়ের স্টলে খুব কম দামে থ্রি পিস বিক্রি করা হচ্ছে, তাই এখান থেকে কয়েকটি কিনেছি।
হেলাল উদ্দিন মিরপুর থেকে পরিবার নিয়ে এসেছেন মেলায়। তিনি বলেন, প্রথমে বিশ্বাস হচ্ছিল না এতো কম দামে থ্রি পিস পাবো। কেনার পরে ভালোই লাগছে।
হেলাল বা আমেনার মতো শত শত ক্রেতা ভিড় করছেন স্টলটিতে। তারা পণ্য দেখছেন, আবার পছন্দ হলেই কিনে নিচ্ছেন। অন্যদিকে মালিকপক্ষ বলছেন সাধ্যের মধ্যে পণ্য দিতে পেরে তাদেরও ভালো লাগে।
এ বিষয়ে স্টলটির ম্যানেজার মো. জাফর বাংলানিউজকে বলেন, আমাদের টার্গেট থাকে পণ্য বিক্রি করা। লাভ-লোকসানের হিসাব করি না। তবে আমরা যে মুনাফা করি তা খুবই সিমিত। তাছাড়া সাধ্যের মধ্যে সব শ্রেণীর মানুষকে পণ্য দেওয়াটাও অনেক ভালো লাগার।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ইএআর/জেডএস