ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেলওয়ের উন্নয়নে আইএসডিবি’র পাশে থাকার আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
রেলওয়ের উন্নয়নে আইএসডিবি’র পাশে থাকার আশ্বাস বান্দার এম এইচ হাজ্জারের সঙ্গে অর্থমন্ত্রী মুস্তফা কামাল

ঢাকা: রেলওয়ে নেটওয়ার্কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভৌত অবকাঠামোর উন্নয়নে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট বান্দার এম এইচ হাজ্জার।

শনিবার (৬ এপ্রিল) মরক্কোর মারাক্কাসে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) ৪৪তম বার্ষিক সভায় যোগ দেন। মরক্কো সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এবারের বার্ষিক সভার প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং ইন এ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড: এ রোড টু এসডিজি’।

 

সভায় ২০৩০ সালের মধ্যে আইএসডিবির সদস্য রাষ্ট্রসমূহ যাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে তার ওপর গুরুত্বারোপ করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আইএসডিবির প্রেসিডেন্ট বান্দার এম এইচ হাজ্জারের সঙ্গে বৈঠকে মিলিত হন।

আইএসডিবির প্রেসিডেন্ট অতি সম্প্রতি বাংলাদেশ সফর করে এক অবিশ্বাস্য গতিময় অর্থনীতিতে সফল দেশ দেখে এসেছেন বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বান্দার এম এইচ হাজ্জার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।  

তার মতে বাংলাদেশে অর্থনীতি এক স্তর থেকে উন্নতর আর এক স্তরে পৌঁছাচ্ছে। সে কারণে বাংলাদেশের আরও বেশি সম্পদের প্রয়োজন যা হতে পারে আর্থিক ও প্রাতিষ্ঠানিক। প্রেসিডেন্ট বাংলাদেশের এ ট্রান্সফরমেশনে আইএসডিবির জোরালো ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্কসহ আরো কয়েকটি ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পরীক্ষাধীন অবস্থায় আছে বলে জানান বান্দার এম এইচ হাজ্জার। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ সকল প্রকল্পের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বোর্ড অব গভর্নরস সভায় ও বিভিন্ন সেসনে আনুষ্ঠানিক যোগদানের পাশাপাশি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মরক্কোর অর্থমন্ত্রী মোহাম্মদ বেঞ্চাবোনের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশের অর্থমন্ত্রী পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের অর্থমন্ত্রী বিগত ১০ বছরে দেশের সকল অর্থনৈতিক সূচকে প্রভূত উন্নয়নের বিষয়ে মরক্কোর অর্থমন্ত্রীকে অবহিত করেন।
 
মরক্কোর অর্থমন্ত্রীকে বাংলাদেশের অর্থমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মোহাম্মদ বেঞ্চাবোন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া অবিশ্বাস্য সফলতা দেখার জন্য তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন।  

বৈঠক ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯ 
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।