ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি’র সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
ইউসিবি’র সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি সই ইউসিবি’র সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে ইউসিবি’র মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউক্যাশের মাধ্যমে ই-চালান ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিবিধ ফি/চার্জ দেওয়া যাবে।

সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইউক্যাশ এটিএম তাহমিদুজ্জামান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, সোনালী ব্যাংক লিমিটেডের গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এ টি এম একরামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।