ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ম বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
৮ম বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনারের অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির এ বছরের থিম ছিল- ‘ডিজিটাল যুগে মানবসত্তার সংযোগ স্থাপন’। 

বেক্সিমকোর পরিবেশনায় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সেমিনারটির সহযোগিতায় ছিল ঢাকা ব্যাংক লিমিটেড।

প্রায় ৩৫০ জন করপোরেট পেশাজীবী এবং ব্যবসায়িক নেতাদের অংশগ্রহণে শনিবার (২৭ এপ্রিল) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এদিন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) প্রতিষ্ঠাবার্ষিকীর এক যুগও উদযাপন করা হয়। সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শুভানুধ্যায়ী বিশিষ্টজনেরা অংশগ্রহণ নেন।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কল্পনা করতে সক্ষম নই যে আমাদের ভবিষ্যৎ কতোটা বৈচিত্র্যময় হবে। প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে সেই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছি? বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আগামী দিনগুলোর মূল প্রতিপাদ্য হবে মানুষের ভবিষ্যৎ বিষয়ক চিন্তাধারাকে সঠিক দিকনির্দেশনা এবং আকৃতি দিতে সাহায্য করা।

এছাড়া যুগপূর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।  

সেমিনারে এবার ছিল তিনটি কী-নোট সেশন, পাঁচটি প্যানেল ডিসকাশন, দু’টি ইনসাইট সেশন এবং একটি ব্রেকআউট সেশন। মোট ২৩ জন বক্তা সেমিনারটিতে নানা বিষয়ে বক্তব্য দেন।

এতে অংশগ্রহণকারীদের প্রত্যেকে ‘দ্য টুয়েল্ভ পাওয়ারস অব এ মার্কেটিং লিডার’ বইটির একটি করে সৌজন্য কপি পেয়েছেন। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এ সেমিনারটি দেশীয় ব্যবসায়িক ও করপোরেট পেশাজীবীদের জন্য একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।  

এবারের সেমিনারের কী-নোট বক্তা হিসেবে ছিলেন- ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের এক্সিকিউটিভ এমবিএ একাডেমিক ডিরেক্টর ও মার্কেটিংয়ের অ্যাসোসিয়েট প্রফেসর প্রেম এন শামদাসানি, অগিল্ভি অ্যান্ড ম্যাথার ওয়ার্ল্ডওয়াইডের ব্র্যান্ড ও ইনোভেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিসিও এবং বিজ্ঞাপন সংস্থা কলিন্সের সিসিও ও কো-ফাউন্ডার ব্রায়ান কলিন্স এবং ফোরবস মার্কেটিং উইকের কলাম লেখক ও ম্যাকিনজি লিডারশিপ প্রোগ্রামের ডিন থমাস বারটা।

সেমিনারে পাঁচটি প্যানেল আলোচনায় আলোচিত বিষয়ের মধ্যে ছিল- কিভাবে একটি ব্র্যান্ডের ডিজিটাল পরিবর্তন সাধন করা যায়, ব্র্যান্ডের জন্য অবস্থান নির্ণয় ও উদ্দেশের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ কিংবা আদৌ এদের গুরুত্ব রয়েছে কি-না, তথ্য, সৃজনশীলতা, গোপনীয়তা এবং মূল্যবোধ স্থাপনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি তা খুঁজে বের করা, সমসাময়িক মুহূর্তভিত্তিক যুগে ব্র্যান্ড বিষয়ক স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিতর্ক এবং টেকসই উন্নয়নের যুদ্ধে ব্র্যান্ডগুলোর নেতৃত্ব স্থানীয় গ্রহণের আবশ্যিকতা কেন প্রয়োজনীয়।

এতে বক্তা হিসেবে আরও ছিলেন- প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুল করিম, ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব, এপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজউদ্দিন আল মামুন, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ, নেসলে বাংলাদেশ লিমিটেডের ই-কমার্স অ্যান্ড কাস্টমার এনগেজমেন্ট বিভাগের হেড অব ডিজিটাল মার্কেটিং জাকিয়া জেরিন, গ্রামীণফোন লিমিটেডের সিএমও ও ডেপুটি সিইও ইয়াসির আজমান, ম্যাকিনজি অ্যান্ড কোম্প‍ানির পার্টনার হারশ চাপারিয়া, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের অ্যাসোসিয়েট প্রফেসর ও ডিরেক্টর খন্দকার মাহমুদুর রহমান, এসকিমি সাউথ এশিয়ার রিজিওনাল হেড লুতফি চৌধুরী, বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশিদ, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব মার্কেটিং শাহরিয়ার আমিন, গ্রামীণফোন লিমিটেডের হেড অব ডিজিটাল সোলায়মান আলম, রেকিট বেঙ্কিজার (বাংলাদেশ) লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর (হোম কেয়ার, ফুডস অ্যান্ড রিফ্রেশমেন্ট) তানজিন ফেরদৌস, অ্যাডকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজিম ফারহান চৌধুরী, ইউনিফক্স ডিজিটাল মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও সৌরভ ইসলাম, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের কান্ট্রি হেড চন্দন পোলকার এবং সেবা এক্সওয়াইযেডের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা আদনান ইমতিয়াজ হালিম।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।