ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে ইয়ামাহার নতুন ২ মোটরসাইকেল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
বাজারে ইয়ামাহার নতুন ২ মোটরসাইকেল

ঢাকা: ইয়ামাহার নতুন দু’টি মডেলের অত্যাধুনিক ও স্টাইলিশ মোটরসাইকেল বাজারে এনেছে এসিআই মোটরস। 

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ দুই নতুন মডেলের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে জানানো হয়, নতুন দু’টি মডেল হচ্ছে এফজেডএস এফআই-ভি৩ ও এফজেড-ভি৩।

১৫০ সিসি ইঞ্জিন পাওয়ারের দু’টি মডেলেই আছে অত্যাধুনিক এন্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস), যা বাংলাদেশের রাইডিং কন্ডিশনের জন্য খুবই প্রয়োজনীয়।  

এবিএস হচ্ছে একটি সেন্সর বেইজড ব্রেকিং সিস্টেম, যা মোটরসাইকেলের গতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে। চাকা লক হয়ে যাওয়া, স্কিড করা নিয়ন্ত্রণ করে, যা রাইডারকে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।  

এছাড়াও এর এলইডি হেডলাইট এবং মাসকুলার বডি দু’টি মডেলকেই এনে দিয়েছে আকর্ষণীয় লুক। ১৫০ সিসি সেগমেন্টে ‘লর্ড অব দ্যা স্ট্রিট’ খ্যাত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এফজেডএস সিরিজের থার্ড ভার্সন এ মডেল দু’টি।  

এফজেডএস এফআই-ভি৩ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২, ৯৫, ০০০ (দুই লাখ পঁচানব্বই হাজার) টাকা এবং এফজেড-ভি৩ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২, ৯০, ০০০ (দুই লাখ নব্বই হাজার) টাকা।  

জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো সবার সামনে নিয়ে আসা হয় এ মোটরসাইকেল দু’টি। উদ্বোধনের আগেই বিপুল জনপ্রিয়তা পাওয়া এফজেডএস এফআই-ভি৩ ও এফজেড-ভি৩ মোটরসাইকেল দু’টির যথাক্রমে তিনটি ও দু’টি কালার বাজারে পাওয়া যাবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ামাহা মোটর গ্রুপ ভারতের চেয়ারম্যান মোতোফুমি সিতারা। বিশেষ অতিথি ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরস ও ইয়ামাহা মোটর জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।