ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে আন্তর্জাতিক এমএসএমই মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
রাজশাহীতে আন্তর্জাতিক এমএসএমই মেলা শুরু এমএসএমই মেলা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: ‘বৃহৎ বিনিয়োগ হোক ক্ষুদ্র ব্যবসায়’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে দুই দিনব্যাপী ঐক্য আন্তর্জাতিক এমএসএমই (ক্ষুদ্র ও মাঝারি) মেলা শুরু হয়েছে। 

তৃতীয় আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নগরভবনের গ্রিন প্লাজায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিরবে বিশাল কাজ করে চলেছেন। ঐক্য ফাউন্ডেশন গত ৪/৫ বছর ধরে কাজ করে একটা জায়গা নিয়ে এসেছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করতে পারবে উদ্যোক্তারা। দেশে নারীর ক্ষমতায়ন ও তাদের অগ্রগতিতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ৯০ লাখ নারী উদ্যোক্তা তারই একটি প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঐক্য সভাপতি শাহীন আকতার রেনী বলেন, উন্নয়নের জন্য এসএমই এবং আমরা কাজ করে যাচ্ছি নিবিড়ভাবে। ঐক্য আজ তৈরি করে দিয়েছে দক্ষিণ সর্ববৃহৎ এসএমই অনলাইন মার্কেট ঐক্য ডটকম ডটবিডি। ঐক্য স্টোর আজ তৈরি করছে ৮ বিভাগে এসএমই উদ্যোক্তাদের পণ্য নিয়ে ঐক্য এসএমই চেইন স্টোর। দেশের ৪৯১টি উপজেলায় ঐক্য তৈরি করছে তরুণ এসএমই উদ্যোক্তা এবং প্রতিটি উপজেলায় একটি করে ডিজিটাল এসএমই স্টেট অফ আর্ট আউটলেট। গড়ে তুলছে ঐক্য বলয়। উদ্যোক্তাদের কর্মীদের ফ্যাক্টরিতে গিয়ে স্বাস্থসেবা দিয়ে নিয়মিত ঐক্য হেলথ কাজ করছে।  

ঐক্য ফাউন্ডেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আমির জাফর প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন ঐক্যের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপু মাহফুজ।

অনুষ্ঠানে পাঁচজন উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তারা হলেন- বাংলাদেশ ওমেন চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির মনিরা মতিন জোনাকি,  রাজশাহী ওমেন চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনিন, জাতীয় মহিলা সংস্থার রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন, ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।  

মেলায় ৩০টি স্টলে ৪০০জন উদ্যোক্তা অংশ নিয়েছে। উদ্বোধনী শেষে মেয়র খায়রুজ্জামান লিটন ও ঐক্য সভাপতি শাহীন আকতার রেনীসহ অন্যান্য অতিথিরা মেলা ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।