ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কানসাট আম বাজারে প্রতিদিন লেনদেন ১৫ কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
কানসাট আম বাজারে প্রতিদিন লেনদেন ১৫ কোটি টাকা

চাঁপাইনবাবগঞ্জ: আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। আর জেলার সবচেয়ে বড় আমবাজার শিবগঞ্জের কানসাট। কানসাটের আমবাজারে এখন ভরা মৌসুম। মাঠজুড়ে শুধু আম আর আম। শুধু তাই নয়, মাঠ পেরিয়ে শিবগঞ্জ-সোনামসজিচদ মহাসড়কের কানসাট বাজারের উভয়দিকে অন্তত ৩ কিলোমিটার রাস্তা জুড়ে আমের ডালা নিয়ে দাঁড়িয়ে আছে কৃষক।

প্রতিদিন এসব কৃষকের কাছ থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৯ শতাধিক বেপারি ৪ শতাধিক আমের আড়ৎ ও সরাসরি কৃষকের কাছ থেকে আম কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে। চলতি মৌসুমের ২৫ মে থেকে বাজারে আম নামতে শুরু করে।

সেসময় প্রতিদিন ৫ থেকে ১০ কোটি টাকার আম লেনদেন হলেও এখন আমের ভরা মৌসুমে প্রতিদিন ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন হয়ে থাকে। আর এ আম বাজার থেকে সরকার রাজস্ব পাচ্ছে প্রতিদিন ২ কোটি টাকার উপরে। তাই কানসাটের এ আম বাজার রক্ষার্থে আসপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার উচ্ছেদসহ এ আম বাজারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করতে প্রশাসনের প্রতি সাহায্য চান আড়ৎদার সমিতির এ নেতা।

গত বছরের চাইতে এবছর দ্বিগুণ আমের দাম পাচ্ছে চাষিরা। আর লেনদেনও নগদে তাই খুশি এখানকার আমচাষিরা। স্থানীয় আম আড়ৎদার জানালেন, আমের এ ভরা মৌসুমে তিনি এখন প্রতিদিন ৫-৭ লাখ টাকার আম কিনে থাকেন।


বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।