ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
লক্ষ্মীপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা কিং ব্র্যান্ড সিমেন্টের রাজ সভা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় নির্মাণ শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এ সভার আয়োজন করা হয়।  

বসুন্ধরা গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মাসুদুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন এলজিইডির সিনিয়র প্রকৌশলী আনোয়ার পারভেজ, লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, খোরশেদ আলম, ব্যবসায়ী জসিম উদ্দিন, আবুল কাসেম, ফজলে আলী কাউছার প্রমুখ।

সভায় রাজমিস্ত্রিদের উপস্থিতিতে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। এতে ৭০ জন রাজমিস্ত্রি উপস্থিত ছিলেন। সভা শেষে র‌্যাফেল ড্র বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে আসা নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী ও সুধীজনদের সম্মানে রাতে ভোজের আয়োজন করা হয়।

এর আগে, জেলার বিভিন্ন স্থান থেকে আসা রাজমিস্ত্রিদের বিনামূল্য স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।