ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তেজগাঁওয়ে ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
তেজগাঁওয়ে ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম

ঢাকা: গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ রাজধানীর তেজগাঁওয়ের একটি শোরুম চালু করেছে। 

শনিবার (০৬ জুলাই) সংশ্লিষ্টদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন সরণিতে নতুন এ শোরুশের উদ্বোধন করেন।

 

শোরুমে আরএফএল-এর গৃহস্থালী প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দূরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল জানান, আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে। এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দেশের বিভিন্ন স্থানে বেস্ট বাই-এর শোরুম চালু করছি। বেস্ট বাই-এর শোরুমে ৩০০০ ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।  

বেস্ট বাই এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অব সেলস আতিকুর রহমান, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ‘বেস্ট বাই’ এর ১৯২টি শোরুম চালু রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।