ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো ইয়ামাহ নতুন ভার্সন আর১৫ মটোজিপি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
বাজারে এলো ইয়ামাহ নতুন ভার্সন আর১৫ মটোজিপি বাজারে এলো ইয়ামাহ নতুন ভার্সন আর১৫ মটোজিপি।

ঢাকা: গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইয়ামাহা প্রতি বছর নতুন ধরনের সব মোটরসাইকেল বাজারে আনে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বাজারে আনলো নতুন ভার্সনের ‘আর১৫ মটোজিপি’ মোটরসাইকেল।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এক জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে ইয়ামাহার এ নতুন ভার্সনের উদ্বোধন করা হয়।

ইয়ামাহার এ নতুন ভার্সনের স্কুটারটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ইউনিফাইড ব্রেকিং সিস্টেম (ইউবিএস)।

যা দুর্ঘটনার ঝুঁকিকে হ্রাস করে। গ্রাহকরা আর১৫ মটোজিপি প্রি-বুকিং করে জিতে নিতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।