ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শোক দিবস উপলক্ষে ডিএসইতে আলোচনা সভা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
শোক দিবস উপলক্ষে ডিএসইতে আলোচনা সভা 

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) মতিঝিলের ডিএসইর অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমনের উপস্থাপনায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. কায়কোবাদ, ডিএসইর   সাবেক প্রেসিডেন্ট  রকিবুর রহমান এবং ট্রেকহোল্ডার ও জাতীয় সংসদ সদস্য কাজী  ফিরোজ রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।