ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যশোরে কিং ব্র্যান্ড সিমেন্টের ‘বাড়ি নিমার্ণ কর্মশালা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
যশোরে কিং ব্র্যান্ড সিমেন্টের ‘বাড়ি নিমার্ণ কর্মশালা’

যশোর: যশোরে কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণের সঠিক নির্দেশনা দিতে ‘বাড়ি নির্মাণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে যশোর শহরের মুজিব সড়কের একটি অভিজাত হোটেলে বিভিন্ন বাড়ির মালিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন, কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, খুলনা ডিভিশন সেলস ম্যানেজার নুরুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী তৌহিদুল ইমামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট দেশের মানুষের আস্থা অর্জন করে তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে। কিং ব্র্যান্ড সিমেন্ট প্রমাণ করতে সক্ষম হয়েছে মজবুত ও শক্ত নির্মাণে কিং ব্র্যান্ড সিমেন্টই সেরা।

কর্মশালায় বাড়ির মালিকদের সিমেন্ট, রড, ইটসহ বিভিন্ন উপকরণ সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। কর্মশালায় ৫০ জন বাড়ির মালিক উপস্থিত ছিলেন।

বাংলােদশ সময়: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।