ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের সভা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের আমদানি ও রপ্তানিকারক সমিতির ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উভয় দেশের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারতের গোলকগঞ্জ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা জমির আলম, সভাপতি মিজানুর রহমান সরকার, সম্পাদক বিশ্বজিৎ রায় নেতৃত্ব দেন।

 

বাংলাদেশের সোনাহাট স্থলবন্দরের পক্ষে আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ, সভাপতি আবু তাহের ফরাজি, কার্যকরী সভাপতি মোস্তফা জামান ও সম্পাদক আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।  

সভায় বাংলাদেশের পক্ষে ১৩ জন ও ভারতের পক্ষে ১২ জন ব্যবসায়ী অংশ নেন।  

সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ বাংলানিউজকে জানান, সোনাহাট স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানির ব্যাপারে সুযোগ-সুবিধা ও পণ্যের দর নিয়ে সভায় আলোচনা হয়।  

এছাড়া উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি বাড়ানো ও অর্ডারকৃত মালমাল দ্রুত পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।