ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগস্টে রেমিট্যান্স ১৪৮২ মিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
আগস্টে রেমিট্যান্স ১৪৮২ মিলিয়ন ডলার ডলারের সংগৃহীত ছবি

ঢাকা: ঈদের পর রেমিট্যান্স পাঠানোয় কিছুটা ভাটা পড়েছে। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে প্রায় ১১৫ মিলিয়ন ডলার কম রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সোমবার (০২ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে প্রবাসীরা ১ হাজার ৪৮২ দশমিক ৮৪ মিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৯৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার।

তবে ২০১৮ সালের আগস্টের তুলনায় ৭১ মিলিয়ন ডলার বেশি এসেছে এবার। গত বছরের আগস্টে প্রবাসীরা ১ হাজার ৪১১ দশমিক ৫ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন।

প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে কোনো অর্থই আসেনি। সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫৯ মিলিয়ন ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ মিলিয়ন ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ হাজার ৮৭ মিলিয়ন ডলার। ২৯৩ মিলিয়ন আসায় বরাবরের মত এবারও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ১২ মিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।