ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ ডেইরির খামারিদের নিয়ে সচেতনতামূলক সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
প্রাণ ডেইরির খামারিদের নিয়ে সচেতনতামূলক সভা প্রাণ ডেইরির খামারিদের সভা।

ঢাকা: নিরাপদ দুধ উৎপাদনে করণীয় সম্পর্কে প্রাণ ডেইরির খামারিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের শাহাজাদপুরে প্রাণ ডেইরি কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচকরা নিরাপদ দুধ নিশ্চিত করতে গাভীর খাদ্যাভাস ও সঠিক চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া স্বাস্থ্যসম্মতভাবে গাভী লালন-পালন, দুগ্ধ দোহন, সংরক্ষণ ও পরিবহনের বিষয়ে পরামর্শ দেন।    

আলোচকরা বলেন, গাভীকে অ্যান্টিবায়েটিক ব্যবহারে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অ্যান্টিবায়েটিক ব্যবহার করলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গাভীর দুধ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া দূষিত পানি ও ঘাসের মাধ্যমে গাভীর শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। এজন্য গাভীকে নিরাপদ ও গভীর নলকূপের পানি দেওয়ার জন্য আলোচনা সভায় পরামর্শ দেন তারা।  

প্রাণ ডেইরি লিমিটেডের চিফ ডেইরি এক্সটেনশন ডা. রাকিবুর রহমান বলেন, প্রাণ ডেইরির দেশের উত্তরাঞ্চলে পাঁচটি হাবে ১২ হাজার চুক্তিভিত্তিক গোখামারী রয়েছে। নিরাপদ দুধ উৎপাদনে খামারিদের সচেতনতায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।   

অনুষ্ঠানে শাহাজাদপুর পৌর মেয়র নাসির উদ্দিন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান ভূঁইয়া, শাহাজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর আফরোজা আকতার সুলতানা, উল্লাপাড়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও ফুড সেফটি অথরিটির প্রতিনিধি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।