ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঠাকুরগাঁওয়ে ফোটনের ডিলার শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ফোটনের ডিলার শো-রুম উদ্বোধন শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ছবি: বাংলানিউজ

ঢাকা: এ সি আই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করলো গুড্ডু মটরস।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুড্ডু মটরস ( পূর্ব গোয়ালপাড়া, পাঞ্চগড় রোড, ঠাকুরগাঁও ) এ সি আই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে ঠাকুরগাঁওয়ে তার যাত্রা শুরু করলো।

শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপ সহ অন্য সব ভারী যান এ শো-রুমে পাওয়া যাবে।

ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরসের সেলস ডিরেক্টর জনাব আজম আলি, বিজনেস ম্যানেজার জনাব মুনেম শাহরিয়ার, ঠাকুরগাঁও বাস মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন, ট্রাক- ট্যাংলরি-কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর গফুর, ডিলার হাবীব মো. আহসানুর রহমান পাপ্পু ও এ সি আই মটরসের কর্মকর্তার।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এ পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লাখের বেশি বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সব প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এ বছর গাড়ির বিক্রি শুরু করে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।