ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে বনফুলকে অর্ধলাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
বরিশালে বনফুলকে অর্ধলাখ টাকা জরিমানা

বরিশাল: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় মিষ্টিজাত খাবার তৈরির প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোং লিমিটেডের বরিশাল শাখাকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এর আগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে নগরেরর নতুন বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বাংলানিউজকে জানান, নগরের বটতলা চৌমাথা এলাকার ‘বনফুল’ মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি পাওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় নগরের নতুন বাজার পরিদর্শক করা হয়।

অভিযানে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ ও র‌্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ, বিসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক ও থানা এবং র‌্যাবের দু’টি টিম সহযোগিতা করে।

বাংলা‌দেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।