ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দর দিয়ে এলো ৮০ ট্রাক পেঁয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
ভোমরা বন্দর দিয়ে এলো ৮০ ট্রাক পেঁয়াজ

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষমান থাকা ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর পৌনে ২টা থেকে পেয়াঁজ বহনকারী ট্রাকগুলো ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করে।  

এ পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করার পর কিছুটা হলেও দাম কমবে বলে আশা করছেন বন্দরের ব্যবসায়ীরা।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বাংলানিউজকে জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার আগে ভোমরা বন্দরের বিপরীতে প্রায় ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলো। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে শনিবার (৫ অক্টোবর) দুপুরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকগুলো ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

তিনি আরো বলেন, সন্ধ্যা পর্যন্ত এ ট্রাকগুলো ভোমরা বন্দরে প্রবেশ করে।  

ভোমরা শুল্ক স্টেশনের রেভিনিউ অফিসার বিকাশ চন্দ্র দেবনাথ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।