ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-নামজারি কার্যক্রমকে বেগবান করতে ভূমি মন্ত্রণালয়ের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ই-নামজারি কার্যক্রমকে বেগবান করতে ভূমি মন্ত্রণালয়ের চিঠি

ঢাকা: ই-নামজারি (অনলাইনভিত্তিক নামজারি বা মিউটেশন) কার্যক্রমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মূল্যায়নকে বেগবান করতে মাঠ পর্যায়ের দপ্তরগুলোকে তাগাদা দিয়ে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভুমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অঙ্গীকার অনুযায়ী, এ বছরের ১ জুলাই থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ই-নামজারি কার্যক্রম শুরু করা হয়েছে।

এর মধ্য দিয়ে বর্তমানে ৪৮৫টি উপজেলা ভূমি ও সার্কেল অফিসে এবং ৩ হাজার ৬১৭টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ১ কোটির অধিক নাগরিককে সেবা দেওয়া হয়েছে। এমতাবস্থায় সহকারী কমিশনারদের (ভূমি) প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে শতভাগ ই-নামজারি কার্যক্রমকে বেগবান ও তরান্বিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করে গত সোমবার (২৮ অক্টোবর) একটি চিঠি পাঠায় ভূমি মন্ত্রণালয়।

ইতোমধ্যে সব উপজেলার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এছাড়া ই-নামজারি সিস্টেম সবার জন্য ব্যবহার উপযোগী করা হয়েছে। ভূমি অফিসের কর্মকর্তাদের সম্পাদিত কাজের মূল্যায়ন করার সুযোগও রাখা হয়েছে।

এছাড়া ১৬১২২ হটলাইনে কল করে সহজেই সেবা প্রার্থীরা ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। ভূমি সেবা হটলাইন ১৬১২২ সরাসরি ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং অভিযোগগুলো ভূমিমন্ত্রী ও ভূমি সচিব পর্যবেক্ষণ করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে 'ডিজিটাল বাংলাদেশ'-এর আওতায় স্থাপিত হয়েছে ই-নামজারি ব্যবস্থা। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং এটুআই যৌথভাবে মাঠ পর্যায়ে ই-নামজারি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ‘ই-নামজারি’ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি মূলত ‘জমি’ নামে জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের (www.land.gov.bd) একটি অংশ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।