ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ফান্ড আনলো মসলিন ক্যাপিটাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
নতুন উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ফান্ড আনলো মসলিন ক্যাপিটাল ভেঞ্চার ফান্ড নিয়ে আসছে মসলিন ক্যাপিটাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ফান্ড নিয়ে আসছে মসলিন ক্যাপিটাল। এই ফান্ডের মাধ্যমে বিকল্প বিনিয়োগ ব্যবস্থায় আরও একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো মসলিন ক্যাপিটাল। 

শনিবার (১৬ নভেম্বর) মসলিন ক্যাপিটাল কার্যালয়ে মসলিন ভিসি ফান্ড-১ এর উদ্বোধন করা হয়।  

উদ্বোধন অনুষ্ঠানে ফান্ডটির ট্রাস্টি ইউনিয়ন ক্যাপিটালের কাছে স্পন্সর হিসেবে চেক হস্তান্তর করে মসলিন ক্যাপিটাল।

ফান্ডটি ইতোমধ্যে ট্রাস্ট আকারে নিবন্ধিত হয়েছে।  

এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে নতুন উদ্যোক্তাদের ইক্যুইটি ইনভেস্টমেন্ট করা হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী মঞ্জুর লিয়াকত ও মসলিন ক্যাপিটালের ওয়ালি-উল-মারূফ মতিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএমকে/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।