ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোপালগঞ্জে শুরু ৪ দিনের কর মেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
গোপালগঞ্জে শুরু ৪ দিনের কর মেলা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শুরু হয়েছে চার দিনের আয়কর মেলা-২০১৯। 

গোপালগঞ্জ কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩ এর আয়োজনে শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা শহরের ব্যাংকপাড়ার কর কমিশনারের কার্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এ মেলার উদ্বোধন করেন।

পরে যুগ্ম কর কমিশনার মুর্তজা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ চেম্বার সভাপতি কাজী জিন্নাত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এ মেলায় আয়কর দাখিল, ই-টিন, রেজিস্ট্রেশন, ফরম সরবরাহসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। চার দিনের এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত। মেলা শেষ হবে ১৯ নভেম্বর।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।