ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সেরা খাদ্যপণ্য প্রতিষ্ঠান ‘প্রাণ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সেরা খাদ্যপণ্য প্রতিষ্ঠান ‘প্রাণ’

ঢাকা: অস্ট্রেলিয়ায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের প্রাণ পণ্য। স্বীকৃতি হিসেবে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) অ্যাওয়ার্ড-২০১৯’ এ সেরা খাদ্যপণ্য (এফএমসিজি) কোম্পানির পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রাণ ফুডস লিমিটেড।

রোববার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ জানায়, সিডনির শাংগ্রিলা হোটেলে শুক্রবার (১৫ নভেম্বর) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রাণ এক্সপোর্ট ওশেনিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক রাশেদুল হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান উপস্থিত ছিলেন।  

এতে অস্ট্রেলিয়ায় স্থানীয় ব্যবসার ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে খাদ্যপণ্য সরবরাহ করে আসছে প্রাণ গ্রুপ। প্রাণ পণ্য এখন বিভিন্ন দেশে স্থানীয় বাসিন্দাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এ অর্জন তারই একটি স্বীকৃতি। এ স্বীকৃতি আমাদের সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা যোগাবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।