ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের সেবা নেবে জিফোরএস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
গ্রামীণফোনের সেবা নেবে জিফোরএস গ্রামীণফোনের সঙ্গে জিফোরএসের চুক্তি সই। ছবি: সংগৃহীত

ঢাকা: করপোরেট সংযোগ ব্যবহারে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছে বহুজাতিক নিরাপত্তা সেবাদানকারী সংস্থা জিফোরএস সিকিউর সলিউশনস বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড।

চুক্তির আওতায় জিফোরএসের কর্মকর্তারা গ্রামীণফোনের পোস্টপেইড সংযোগ ব্যবহারসহ আইসিটি (তথ্যপ্রযুক্তি) সংক্রান্ত বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ চুক্তিতে সই করেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি ও জিফোরএস সিকিউর সলিউশনস বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সেলিম চৌধুরী।

গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সেবাদানের লক্ষ্যে সিকিউরিটি টেকনোলজির প্রসারে জিফোরএসের সঙ্গে কাজ করবে গ্রামীণফোন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়স তানভীর হোসেন, হেড অব করপোরেট সেলস মো. নাসার ইউসুফ, হেড অব লার্জ করপোরেট আরিফুর রহমান, অ্যাকাউন্ট ম্যানেজার আহমেদ শায়ের চৌধুরী।  

জিফোরএস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর-অপারেশনস এক্সসিলেন্স লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, সিএফও ও কোম্পানি সেক্রেটারি সুরঞ্জিত ধর, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মুজাম্মেল হায়দার চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।