ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীর মিরপুরে ‘টেস্টি ট্রিট’র শোরুম চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
রাজধানীর মিরপুরে ‘টেস্টি ট্রিট’র শোরুম চালু

ঢাকা: বেকারি পণ্যের চেইন শপ ‘টেস্টি ট্রিট’ রাজধানীর মিরপুরে আরও একটি শোরুম চালু করেছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রাণের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, কেক, কুকিজ, বিস্কুট, ডেজার্ট, স্পাইসি, মিষ্টান্নসহ বিভিন্ন বেকারি পণ্য পাওয়া যাবে এ শোরুমে।

সম্প্রতি মিরপুর সেকশন ১১ নম্বরে শোরুমটি উদ্বোধন করেন টেস্টি ট্রিট’র হেড অব বিজনেস ইব্রাহিম খলিল।

এ নিয়ে মিরপুরে ১০টি শোরুম চালু করা করলো টেস্টি ট্রিট। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ‘টেস্টি ট্রিট’র ৮৭টি শোরুম চালু রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম খলিল বলেন,‘সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেওয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। টেস্টি ট্রিট ভোক্তাদের মানসম্মত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য জনসাধারণের কাছ থেকে টেস্টি ট্রিট ব্যাপক সাড়া পাচ্ছে। ’

এসময় টেস্টি ট্রিট’র অপারেশন ম্যানেজার রিয়াজুর রহমান ও অমিতাভ রায়, ডেভোলপমেন্ট ম্যানেজার মো. হাসানুজ্জামান ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার বোরহান উদ্দীন চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।