ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দনিয়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
দনিয়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ঢাকা: দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্ট আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে ‘রাজসভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপদে বাড়ি নির্মাণে নানা দিক-নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর দনিয়ায় লাকি কমিউনিটি সেন্টারে কিং ব্র্যান্ড সিমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে নির্মাণ শ্রমিক, ডিলার, রিটেইলারসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

রাজসভায় কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল লতিফ বলেন, বসুন্ধরা গ্রুপের প্রতিটি পণ্য কোয়ালিটি সম্পন্ন।

আমাদের সিমেন্ট মান নিয়ন্ত্রিত পদ্ধতিতে উৎপাদিত হয়। সরকারের বড় বড় প্রকল্প তৈরি হচ্ছে কিং ব্র্যান্ড সিমেন্ট দিয়ে। আমরা দেশের চাহিদা পূরণে এখন ভালো ভালো ডিলার নিয়োগ দিচ্ছি।

রাজসভায় রাজমিস্ত্রীসহ নির্মাণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজরাজমিস্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে অনেকেই ভালো সিমেন্টের বিষয়ে জানতে চান। আপনারা ভালোটার কথা-ই বলবেন। অনেক কোম্পানি রাজমিস্ত্রীদের বস্তাপ্রতি ৫ টাকা কমিশন দিয়ে বলেন তাদের সিমেন্ট ব্যবহার করতে, এটা লজ্জার। মিস্ত্রীর অভিজ্ঞতার দাম ৫ টাকা না। আপনারা ভালোকে ভালো বলবেন। বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের কোয়ালিটি অত্যন্ত ভালো।

সভায় নির্মাণের নানা কৌশল নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকৌশলী সুখদেব হাওলাদার। তিনি তার উপস্থাপনায় কীভাবে নিরাপদে নির্মাণ কাজ করা যায় সে বিষয়ে নানা দিক-নির্দেশনা দেন।  

অনুষ্ঠানে উপস্থিত রাজমিস্ত্রীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।  ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজএ সময় রড বাঁধা, বালু, খোয়া, সিমেন্ট, হেলমেট, গামবুটের ব্যবহার বিধি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। পাশাপাশি উপস্থিত শ্রমিকদের নানা প্রশ্নেরও উত্তর দেন প্রকৌশলী সুখদেব। এ সময় মানসম্মত রড চেনার উপায়ও দেখানো হয় প্রেজেন্টেশনে।

অনুষ্ঠানে অন্যদের বসুন্ধরা গ্রুপের এজিএম খায়রুল ইসলাম, ডিভিশনাল সেলস ম্যানেজার আহসানুল হক শিমুল, টেকনিক্যাল সাপোর্ট বিভাগের এজিএম ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মনির হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ আবু হামজা, মতিঝিল এরিয়া টিএসই মো. আববর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯ 
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।