একই সঙ্গে বন্দরে শনিবার কাজ করলে অতিরিক্ত অর্থ আদায়ের প্রচেষ্টা বন্ধ করতে হবে। অন্যথায় সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত শনিবার (৪ জানুয়ারি) বাংলাবান্ধায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৬ জানুয়ারি) রাতে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
তিনি জানান, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর সত্ত্বেও তারা ব্যবসায়ীদের নূন্যতম সুবিধা না দিয়ে অতিরিক্ত অর্থ আদায় ও অন্যায়ভাবে এমওটি’র নামে অর্থ আদায় করে। এটি বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এনটি