শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী পরিদর্শন শেষে শিল্প মন্ত্রাণালয়ের সচিব আব্দুল হালিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ সরকার শিল্পে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সচিব আব্দুল হালিম বলেন, বিসিক কিন্তু সরকারের দিক থেকে ভিন্নরকমের সুযোগ-সুবিধা দেয়, আমরা শিল্পনগরী তৈরি করে দিচ্ছি এবং সেই নগরীর ভিন্ন রকমের অবকাঠামো আমরা তৈরি করে দিচ্ছি। ভিন্ন রকমের অবকাঠামো বলতে সেখানে গ্যাস, বিদ্যুৎ ও রাস্তাঘাটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। শিল্প উদ্যোগতাদের বিভিন্ন রকমের প্রণোদনা দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসএইচ