ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ সময়ের ছাড়ে বাণিজ্যমেলায় ভিড় ক্রেতা-দর্শনার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
শেষ সময়ের ছাড়ে বাণিজ্যমেলায় ভিড় ক্রেতা-দর্শনার্থীদের বাণিজ্যমেলায় দর্শনার্থীদের ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিভিন্ন পণ্যে ছাড় আর লোভনীয় অফারে শেষ সময়ের কেনাকাটায় জমে উঠেছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছুটির দিন না হলেও মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

মেলা উপলক্ষে ফ্যাশন হাউজগুলো নিয়ে এসেছে নিত্যনতুন সব ধরনের পোশাক।

আর এসব পোশাকে বিক্রিতে ছাড়ও দেওয়া হচ্ছে বিপুল।  ছাড়ের এ সুযোগ লুফে নিতে দর্শনার্থীরা ভিড় করছেন মেলার বিভিন্ন ফ্যাশন হাউসের স্টলে।

যাত্রাবাড়ি থেকে আসা নাজমা আক্তার বাংলানিউজকে বলেন, এবারের মেলায় বেশকিছু স্টলে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ায় এতদুর থেকে পরিবার-পরিজনকে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, ভেবেছিলাম ছুটির দিন না থাকায় ভিড় কম হবে। কিন্তু বিকেলে এসে দেখছি অনেক ভিড়।

খিলগাঁও থেকে আসা নাহিদ হোসেন বলেন, আমি এখানে এসেছি মূলত ব্লেজার কিনতে। কারণ বাণিজ্যমেলার শেষদিকে ব্লেজারের স্টলগুলোতে ব্যাপক ছাড় দেয়। ঘুরে দেখে পছন্দমত দু’টি ব্লেজার কিনেছি।

বাসাবো থেকে মেলায় আসা মো. রাজিব বলেন, ভালো ব্লেজারের স্টলে মান ও কোয়ালিটির উপর ভিত্তি করে পাঁচ থেকে ১০ শতাংশ ছাড় দিচ্ছে। আমি এ ধরনের ছাড়ে দু’টি ব্লেজার কিনেছি।  

এদিকে বডি ফিট ব্লেজারের ম্যানেজার হেমায়েত হোসেন বলেন, মেলা শুরুর দিকে ২২'শ টাকা করে ব্লেজার বিক্রি করেছি। এখন ছাড় দিয়ে ১৩'শ টাকায় বিক্রি করছি। কিন্তু আশানুরূপ কোনো সাড়া পাচ্ছি না। মেলায় দর্শনার্থী অনেক আসছে কিন্তু ক্রেতা কম।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএমআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।