ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থিকখাতকে গতিশীল করতে ওয়ান ব্যাংক-ডিজিটাল ট্রির চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
আর্থিকখাতকে গতিশীল করতে ওয়ান ব্যাংক-ডিজিটাল ট্রির চুক্তি ওয়ান ব্যাংক-ডিজিটাল ট্রির কর্মকর্তারা।

ঢাকা: প্রান্তিক পর্যায়ে ডিজিটাল লেনদেন দক্ষতার সঙ্গে সুষ্ঠভাবে সম্পন্ন করতে ওয়ান ব্যাংক ও ডিজিটাল ট্রির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি প্রান্তিক পর্যায়ে ডিজিটাল লেনদেন দক্ষতার সঙ্গে সুষ্ঠভাবে সম্পন্ন করতে ওয়ান ব্যাংক ও ডিজিটাল ট্রির মধ্যে একটি চুক্তি সই হয়।

ওয়ান ব্যাংক গ্রাহক ও যারা  ব্যাংকের ওকে ওয়ালেট ব্যবহার করে তারা ‘সুবিধা’ অ্যাপস ব্যবহার করে বিভিন্ন রিটেইল শপে কেনাকাটা করতে পারবেন। গ্রাহকদের ডিজিটাল লেনদেন সুবিধা দিতে ডিজিটাল ট্রি এ অ্যাপস চালু করছে। বিকাশের পর ওয়ান ব্যাংক ডিজিটাল ট্রির সঙ্গে সুবিধা অ্যাপস নিয়ে এ চুক্তি সই হয়।

ওয়ান ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও এজেন্ট ব্যাংকিয়ের প্রধান গাজী ইয়ার মোহাম্মাদ ও ডিজিটাল ট্রির কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা সাফাত ওহিদ চুক্তিটি সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান এজেড এম ফয়েজ উল্লাহ, ডিজিটাল ট্রির কো-ফাউন্ডার ও চেয়ারম্যান শেখ আকতার-উজ- জামান।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।