ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেতে উঠুন ‘ভাইবার কিউপিডে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
মেতে উঠুন ‘ভাইবার কিউপিডে’

ভালোবাসা দিবসকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ ভাইবার চালু করতে যাচ্ছে চ্যাটবট 'ভাইবার কিউপিড'। ব্যবহারকারীদের রিলেশনশিপ স্ট্যাটাস যাই হোক না কেনো এ চ্যাটবট তাদের ভালোবাসার বিশেষ অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি ভালোবাসার আবহ তৈরি করবে।

ব্যবহারকারী সিঙ্গেল হোন কিংবা তার রিলেশনশিপ স্ট্যাটাস হোক কপ্লিকেটেড, সবার জন্য ভাইবার নিয়ে এসেছে এ চ্যাটবট যার মাধ্যমে আনন্দ খুঁজে পাবেন সবাই। ব্যবহারকারীদের আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি করতে উদ্ভাবনী এ চ্যাটবটের মাধ্যমে নতুন আইডিয়া নিয়ে এসেছে ভাইবার।

'আপনার রিলেশনশিপের স্ট্যাটাস কি?'- এই সহজ প্রশ্নের উত্তর পাওয়া মাত্রই ভাইবারের মজার নানা কার্যক্রমে সংযুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা।

যদি কোনো ব্যবহারকারী সিঙ্গেল উত্তরটি নির্বাচন করেন, তখন সেই ব্যক্তিকে তার সেলিব্রিটির সাথে মিল খুঁজে পাওয়ার জন্য একটি ছোট প্রেমের কুইজ দেওয়া হবে। কুইজটি একটি ইমোজির মাধ্যমে ব্যবহারকারীর স্বপ্নের মানুষকে স্ক্রিনে উপস্থাপন করবে এবং এ ইমোজির সাথে এমন একটি লাইন থাকবে যা তাৎক্ষণিক হাসির খোরাক যোগাবে।

যদি ব্যবহারকারী ভালোবাসার ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তবে, ভাইবার একটি কাস্টমাইজড ভ্যালেন্টাইন’স ডে কার্ড তৈরি করে পাঠাবে। ভ্যালেন্টাইন’স ডে’র আবহে অনুরক্ত হতে ব্যবহারকারীরা ভাইবার থেকে একটি প্রেমের কার্ড পাবেন।

ভাইবার কিউপিড ছাড়াও, ভ্যালেন্টাইন’স ডে নিয়ে ভাইবার যুক্ত করবে বেশ কিছু নতুন ফিচার, যা ব্যক্তিদের সুন্দর বার্তা তৈরিতে সাহায্য করবে। যখন কোন ব্যক্তি চ্যাটিং- এর সময়ে তার পছন্দের মানুষের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করতে চান তখন এই অ্যাপটি 'হার্ট শেপড’ তাৎক্ষণিক মেসেজিং ভিডিও ও 'ফ্লোটিং হার্ট' তাদের সামনে নিয়ে আসবে।

এ ভ্যালেন্টাইনে ব্যবহারকারীরা যাতে সুরক্ষিত প্ল্যাটফর্মে প্রিয়জনদের সাথে নিজেদের অনুভূতিগুলো শেয়ার করে নিতে পারে এজন্য ভাইবার এই চ্যাটবটটি চালু করবে আগামী ১০ ফেব্রুয়ারি।

রাকুটেন ভাইবার:   
রাকুটেন ভাইবারে আমরা মানুষকে যুক্ত করি। তারা কে বা কোথাকার তা মুখ্য নয়। আমাদের বৈশ্বিক ব্যবহারকারীরা এটা ব্যবহার করার মাধ্যমে বেশ কিছু  সুবিধা পেয়ে থাকে। সেগুলোর মধ্যে রয়েছে ওয়ান-অন-অন চ্যাট, ভিডিও কল, গ্রুপ মেসেজিং। এছাড়াও, ব্যবহারকারীরা তাদের প্রিয় ব্র্যান্ড এবং সেলেব্রেটিদের সাথে আলোচনা ও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর পেতে পারবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সেই সাথে আমরা ব্যবহারকারীদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করি যেন তারা সংশয় না রেখে তাদের মনের কথাগুলো প্ল্যাটফর্মটিতে শেয়ার করতে পারে।

রাকুটেন ভাইবার রাকুটেন ইনকরপোরেটের একটি অংশ। রাকুতেন ইনকরপোরেট বিশ্বের ই-কমার্স এবং আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনার অফিসিয়াল কমিউনিকেশন চ্যানেল হিসেবে রয়েছে এ প্রতিষ্ঠানটি। পাশাপাশি, রাকুতেন ভাইবার যুক্ত রয়েছে গোল্ডেন স্টেইট ওয়ারিয়রস-এর অফিসিয়াল ইন্সট্যান্ট মেসেজিং এবং কলিং অ্যাপ পার্টনার হিসেবে। তো আর দেরি না করে আজই যুক্ত হোন ভাইবারে। আর উপভোগ করুন বিরামহীন যোগাযোগ।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।